রাজধানী ঢাকায় আজ (২ ফেব্রুয়ারি) সকালে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে শহরটি। কুয়াশার কারণে দূরের জিনিস দেখা কঠিন হয়ে পড়েছে, তবে শীতের তীব্রতা অনেকটা কম অনুভূত হচ্ছে। যানবাহনগুলো ঘন কুয়াশার মধ্য দিয়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
রবিবার সকালে মিরপুর, জোয়ার সাহারা, বারিধারা, আফতাবনগর, খিলক্ষেতসহ রাজধানীর বেশিরভাগ এলাকার দৃশ্য একই রকম ছিল। কুয়াশার কারণে স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, তবে তাপমাত্রা খুব একটা কমেনি।
এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। বাতাস পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ৮ থেকে ১২ কিলোমিটার প্রতি ঘণ্টায় প্রবাহিত হতে পারে।